ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

স্টেজে লুটিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪ এএম, ২ জুন ২০২৩ শুক্রবার | আপডেট: ০৮:৫৩ এএম, ২ জুন ২০২৩ শুক্রবার

আবারও হোঁচট খেয়ে স্টেজে লুটিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি সুস্থ আছেন।

বৃহস্পতিবার কলোরাডোতে ইউএস এয়ার ফোর্স একাডেমির অনুষ্ঠানে বালিরর বস্তায় বেধে হোঁচট খান আশি বছরের বাইডেন।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন সুস্থ আছেন। ওই অনুষ্ঠানে প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে গ্রাজুয়েশন শেষ করা ৯২১ ক্যাডেটের সঙ্গে হাত মেলান তিনি। এরপর পরই হঠাৎ স্টেজে ছিটকে পড়েন বাইডেন। 

পরে নিরাপত্তাকর্মীদের সহায়তায় উঠে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানিয়েছে, মঞ্চে বাইডেনের পাশেই একটি বালির বস্তা ছিল এবং সেটাতেই পা আটকে পরে যান প্রেসিডেন্ট বাইডেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, প্রেসিডেন্ট বাইডেন করমর্দন শেষে হেঁটে তার আসনের দিকে ফিরে আসার সময় হোঁচট খেয়ে পড়ে যান। এরপর তাকে বালির ব্যাগের দিকে ইশারা করতে দেখা যায়।

এরআগে গত এপ্রিলে উড়োজাহাজে উঠতে গিয়ে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের ওয়ারশো বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে উঠতে গিয়ে হঠাৎ হোঁচট পেয়ে হুমড়ি খেয়ে পড়ে যান তিনি।  

এএইচ