নানাবিধ সমস্যার মুখোমুখি কর্মজীবী নারীরা (ভিডিও)
অখিল পোদ্দার
প্রকাশিত : ১২:০৯ পিএম, ২ জুন ২০২৩ শুক্রবার
কর্মজীবী নারীর সংখ্যা বাড়ছে রাজধানীতে। কিন্তু সেই তুলনায় বাড়েনি হোস্টেল। বিভিন্ন সময় চাকরিজীবী নারীদের সুযোগ-সুবিধার নানা কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি।
ক্রমশ বাড়ছে নারী উদ্যোক্তার সংখ্যা। সেই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক হারে বেড়েছে নারী কর্মজীবী। কিন্তু মেগাসিটি ঢাকায় আদৌ কি তাদের কাঙ্ক্ষিত আবাসনের সুবিধা আছে?
তারা জানান, নারীরা বাইরে থাকতে গেলে অনিরাপত্তার মুখোমুখি হতে হয়। কারণ এখানে যে অল্প টাকায় থাকা যায় বাইরে এই অল্প টাকায় একজন নারীর পক্ষে সম্ভব নয়। চাকরিজীবীদের জন্য আলাদাভাবে আবাসনের ব্যবস্থা থাকা উচিত।
ভূক্তভোগীরা বলছেন, নারীদের জন্য যেসব কর্মজীবী হোস্টেল রয়েছে তাতে নেই পর্যাপ্ত নিরাপত্তা। আবার যা আছে তাতে সুযোগ সুবিধার বড়ই অভাব।
নারীরা জানান, আবাসন ব্যবস্থা আরেকটু উন্নত করা উচিত।
অবিলম্বে হোস্টেলের সংখ্যা বাড়ানোর দাবি কর্মজীবী নারীদের।
এক নারী জানান, অপ্রতুল আবাসন ব্যবস্থার জন্য অনেকে আসতে চায় না, ভয় পায়। পরিবার থেকেও তাদেরকে আসতে দেওয়া হয় না, বাধা দেয়। সরকারি যদি এক্ষেত্রে ভর্তুকি দেয় তাহলে অল্প টাকায় মেয়েরা নিরাপদে থাকতে পারবে, চাকরিতে মেয়েদের ভূমিকাটা আরও বেশি হবে, বড় পরিসরে হবে।
প্রতিদিনই রাজধানীতে বাড়ছে কর্মজীবী নারীদের সংখ্যা কিন্তু সেই হারে বাড়েনি হোস্টেলের সংখ্যা। যে কারণে নানাবিধ সমস্যার মুখোমুখি তারা।
এএইচ