ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

বরগুনায় বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২ জুন ২০২৩ শুক্রবার | আপডেট: ০২:১০ পিএম, ২ জুন ২০২৩ শুক্রবার

বরগুনা দায়রা ও জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

শুক্রবার (২ জুন) সকাল ১০টায় আদালত চত্তরে ন্যায়কুঞ্জের ফলক উন্মোচন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সেলিম। 

ফলক উন্মোচনের পরে জেলা ও দায়রা জজ আদালতের আয়োজনে আদালত ভবনের জগন্নাথ পাঁড়ে স্মৃতি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বিচারপতি মো. সেলিম বলেন, ‘বিচারপ্রার্থীরা আদালতে বিচার চাইতে এসে যাতে কোনো ধরনের সমস্যা না পড়েন সেজন্য প্রধান বিচারপতির নির্দেশে সারাদেশে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার নির্মিত হচ্ছে। এক হাজার স্কয়ার ফিটের বিশ্রামাগারে সুপেয় পানি, ক্যানটিনের সুবিধা, ব্রেস্ট ফিডিং কর্নারসহ টয়লেটের ব্যবস্থা থাকবে। সব শ্রেণি-পেশার মানুষ যেন ন্যায়কুঞ্জের সুবিধা পান সেটা নিশ্চিত করতে হবে।

এ সময় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ, পুলিশ সুপার আবদুস সালাম, বরগুনা আদালতের পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর এবং পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল ইসলাম মহারাজ। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাসসহ আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ, আইনজীবী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মী।

এএইচ