মেসি-বেনজেমাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন রোনালদো
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৫ পিএম, ২ জুন ২০২৩ শুক্রবার | আপডেট: ০২:২৭ পিএম, ২ জুন ২০২৩ শুক্রবার
সৌদি আরবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি- ফরাসি সুপারস্টার করিম বেনজেমাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন আল হিলাল ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।
গুঞ্জন উঠেছিল সৌদি আরব ছাড়ছেন রোনালদো। তবে সৌদি প্রো লিগকে দেয়া এক সাক্ষাৎকারে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সিআর সেভেন।
গুঞ্জন চলছে, সৌদি আরবের ঘরোয়া ফুটবলে এরই মধ্যে বিশ্বের আরও কিছু তারকা ফুটবলার যোগ দেবে। যাদের মধ্যে অন্যতম লিওনেল মেসি, করিম বেনজেমা। সার্জিও বুসকেটস, জর্দি আলবাদের নিয়েও আগ্রহী সৌদি আরবের কিছু ক্লাব।
এই বিষয়ে রোনালদো বলেন, তারা আসলে প্রো লিগে প্রতিযোগিতা আরও বাড়বে। সেইসঙ্গে মেসি-বেনজেমাদের অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন রোনালদো।
এএইচ