ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

পদত্যাগ করছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমার বিষয়ক দূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৩ জুন ২০২৩ শনিবার | আপডেট: ০১:১১ পিএম, ৩ জুন ২০২৩ শনিবার

পদত্যাগ করতে যাচ্ছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নয়েলিন হেইজেল।

ক্ষমতাসীন জান্তা সরকারের অসহযোগিতায় দায়িত্ব পালন করতে না পেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ১২ জুন হতে যাচ্ছে নয়েলিনের শেষ কর্মদিবস।

সিঙ্গাপুরের নাগরিক সমাজবিজ্ঞানী নয়েলিন হেইজেলকে ২০২১ সালের অক্টোবর মিয়ানমার সম্পর্কিত বিশেষ দূতের পদে নিয়োগ দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

তার মূল দায়িত্ব ছিল কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সঙ্গে ক্ষমতাসীন জান্তার আলোচনা-বৈঠকের আয়োজন ও এই সম্পর্কিত মধ্যস্থতা করা।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং সেই অভ্যুত্থানে নেতৃত্ব দেন। বর্তমানে দেশটিতে ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধানও তিনি।

ক্ষমতা দখলের পাশাপাশি বন্দি করা হয় অং সান সুচি এবং তার রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মীকেও। সুচির বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে রাজধানী নেইপিদোর একটি সামরিক আদালতে তার বিচার চলছে।

ইতোমধ্যে মিয়ানমারের এই গণতন্ত্রপন্থী নেত্রীকে ৩০ বছর কারাবাসের সাজাও দিয়েছেন জান্তানিয়ন্ত্রিত ওই আদালত।

এএইচ