ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

গরম থেকে সহসাই মিলছে না মুক্তি, তাপদাহ চলবে মাসজুড়ে (ভিডিও)

শিউলি শবনম

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৩ জুন ২০২৩ শনিবার

তীব্র গরমে হাঁসফাস অবস্থা থেকে সহসাই মিলছে না মুক্তি। মাসজুড়েই চলবে তাপদাহ। দুয়েক দিনে বৃষ্টির সুখবর নেই। আবহাওয়া অফিস বলছে, জুন মাসে বয়ে যাবে মৃদু থেকে মাঝারি আকারে কমপক্ষে ২টি তাপপ্রবাহ। বর্ষা শুরুর আগ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। মাসজুড়েই থাকবে ভ্যাপসা গরমের অস্বস্তিকর পরিবেশ।

জৈষ্ঠ্যের তৃতীয় সপ্তাহে গরমে হাঁসফাঁস জনজীবন। কয়েকদিন ধরেই বাড়ছে তাপমাত্রা। আর তাপমাত্রা যা আছে তার থেকেও বেশি গরম অনুভূত হচ্ছে। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। 

আবহাওয়া অফিস বলছে, তাপপ্রবাহ থাকবে মাসজুড়েই। তবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভ্যাপসা গরমের অস্বস্তিকর অবস্থা থেকেই যাবে। 

আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান বলেন, “বর্ষা বিস্তার লাভ করার আগ পর্যন্ত এই রকম অবস্থা চলতে থাকবে। তাপমাত্রা ৩৬ না হয়ে ৩৫ বা ৩৩ হলেও এই অস্বস্তি ভাবটা থাকবে। এই সময়ের বৈশিষ্টই এ রকম। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি থাকে, ৩৩ ডিগ্রি তাপমাত্রা আছে কিন্তু এটা অনুভূতি হচ্ছে ৩৯ ডিগ্রি।”

চলতি মাসে ৪ থেকে ৬টি বজ্রঝড় এবং ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। 

মো: হাফিজুর রহমান বলেন, “৪ থেকে ৬টি হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এ মাসে ১ থেকে ২টি মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।”

মধ্য জুন থেকে শুরু হতে পারে বর্ষাকাল।  বঙ্গোপসাগরে লঘু ও নিম্নচাপের সম্ভাবনাও রয়েছে।

এএইচ