ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

দক্ষিণ চীন সাগরে ‘আক্রমণাত্মক’ কৌশল চীনের, অভিযোগ যুক্তরাষ্ট্রের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ৩ জুন ২০২৩ শনিবার

দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় মার্কিন পর্যবেক্ষণ বিমানের সামনে একটি চীনা যুদ্ধ বিমান গত সপ্তাহে ‘অপ্রয়োজনীয়ভাবে আক্রমনাত্মক কৌশলে’ চলে আসে বলে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে। ওই সাগরের জলপথে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জাপান টাইমস লিখেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড বুধবার এক বিবৃতিতে জানায়, গত ২৬ মে চীনা জে-১৬ যুদ্ধবিমান মার্কিন বিমানির আরসি-১৩৫ বিমানকে বাধা দেয়। বিবৃতিরে সঙ্গে ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মার্কিন বিমানের সামনে চলে আসে একটি চীনা যুদ্ধ বিমান; ফলে আরসি-১৩৫ বিমানের ককপিট কেঁপে ওঠে।

বিবৃতিতে বলা হয়, “চীনা ওই বিমানের পাইলট সরাসরি যুক্তরাষ্ট্রের বিমান আরসি-১৩৫ সামনে চলে আসে। ফলে আরসি-১৩৫ এর ঝাঁকুনির মধ্যেই সেটিকে উড়ে চলতে হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, আন্তর্জাতিক আকাশসীমায় দক্ষিণ চীন সাগরের উপর নিরাপদে রুটিন অপারেশন পরিচালনা করছিল যুক্তরাষ্ট্রের বিমান।”

পরবর্তী বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ঘটনার জন্য উল্টো ওয়াশিংটনকে দায়ী করে বলে, চীনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী মার্কিন পর্যবেক্ষণ অভিযান ‘গুরুতরভাবে’ তাদের সার্বভৌমত্বের নিরাপত্তা লঙ্ঘন করে। এটি সাগরে নিরাপত্তা সমস্যারও কারণ। চীনের সার্বভৌমত্ব রক্ষায় বেইজিং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র-জাপান টাইমস