ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

শীতলক্ষ্যায় তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, দগ্ধ ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫২ এএম, ৪ জুন ২০২৩ রবিবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আগুন লেগে অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন।

শনিবার মধ্যরাতে উপজেলার ইছাপুরার দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন মো. হুমায়ুন , মো. ইমতিয়াজ, মো. রুবেল , মো. সোহেল, মো. ইমন, মো. রাকিব । তারা ওই জাহাজের শ্রমিক ও কর্মচারী।

তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ‘সাংহাই নামের একটি তেলবাহী ট্যাংকারে রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনের লেলিহান শিখা ২০ থেকে ৩০ ফুট উচ্চতায় উঠে গেছে। এ সময় কাঞ্চন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়। 

আগুনে ট্যাংকারে থাকা ৬ কর্মচারী ও শ্রমিক দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে দগ্ধদের রাজধানীর বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে সাংহাই জাহাজের ম্যানেজার আকবর আলী পলাতক রয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (রূপগঞ্জ) মো. আলম জানান, তেলের ট্যাংকারের পাম্প হাউজে বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এরপর ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। 

এএইচ