অভিবাসন সহজ পর্তুগালে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা (ভিডিও)
বিকুল চক্রবর্তী, পর্তুগাল থেকে
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৪ জুন ২০২৩ রবিবার
ইউরোপের অন্যান্য দেশের চেয়ে পর্তুগালে অভিবাসন সহজ। তাই পর্তুগালে পাড়ি জমাচ্ছেন অনেক বাংলাদেশি। তবে যারা অদক্ষ তারা এসেই পড়ছেন কাজের সংকটে। আর দক্ষদের তেমন সমস্যা হচ্ছে না বলে জানায় দেশটির বাংলাদেশ দূতাবাস।
ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন কয়েক লাখ বাংলাদেশি। কিন্তু দীর্ঘদিনেও নাগরিকত্ব পাননি অনেকে। তাই বাংলাদেশী অভিবাসীদের চোখ এখন পর্তুগালে। দেশটির নাগরিকত্ব পাওয়া তুলনামূলক সহজ।
এ কারণে প্রতিদিনই পর্তুগালে ঢুকছেন শত শত বাংলাদেশি। প্রায় ৫০ হাজারের বেশি বাংলাদেশী রয়েছেন দেশটিতে।
পর্তুগালে বসবাসকারী অধিবাসীরা বলেন, “বাংলাদেশি ভাইরা আসেন হোটেলে কাজ করার জন্য কিন্তু অনেকে কাজ পায় না। ব্রাজিলিয়ানদের চেয়ে পিছিয়ে বাংলাদেশিরা। একটা হলো কাজের সংকট আর দ্বিতীয়টি হলো বাসস্থানের সমস্যা।”
তবে যারা যাচ্ছেন তাদের অধিকাংশের অদক্ষ, ভালো কোনো কাজ পাচ্ছেন না। ট্যাক্সি চালিয়ে বা হকারি করে টিকে আছেন তারা।
পর্তুগালে বসবাসকারী অধিবাসীরা জানান, প্রথম যখন পর্তুগালে আসি তখন অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এদেশের মানুষরা চায় ওদের ভাষায় কথা বলার জন্য।
এদিকে, প্রয়োজনীয় আয় না থাকায় আবাসন সংকটেও ভুগছেন অনেকে। তবে ভাষা শিখে ও কাজের দক্ষতা নিয়ে যারা যাচ্ছেন, তারা কাজ পাচ্ছেন, তেমন সমস্যায় পড়তে হচ্ছে না।
বাংলাদেশ-পর্তুগাল ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তসলিম উদ্দিন বলেন, “আইটিতে যারা দক্ষ কিংবা মেকানিক্যালে যারা দক্ষ আছেন বা সিভিল ইঞ্জিনিয়ারে যারা দক্ষ ওইসব লোক এখানে কাজ পাবেন। এছাড়া টেকনিক্যালহ্যান্ডরা কাজ করতে পারবেন।”
পর্তুগালে বসবাসকারী বাংলাদেশি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন, ইউরোপের দেশ পর্তুগাল আসতে হলে যেকোন কাজে দক্ষতা হয়ে আসাই ভালো। আর দক্ষ জনবল ইউরোপে এলে রেমিট্যান্সেও ইতিবাচক প্রভাব পড়বে।
এএইচ