ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

মে মাসে সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ৫ জুন ২০২৩ সোমবার

মূলত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য বৃদ্ধির কারণে মে মাসে সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির হার বেড়েছে কারণ এটি এপ্রিলের ৯.২৪ শতাংশ পয়েন্ট থেকে ৯.৯৪ শতাংশ পয়েন্টে পৌঁছেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক ভোক্তা মূল্য (সিপিআই) সূচক অনুযায়ী, মে মাসে পয়েন্ট টু পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি এপ্রিলে ৮.৮৪ শতাংশ পয়েন্ট থেকে বেড়ে ৯.২৪ শতাংশে দাঁড়িয়েছে।

অন্যদিকে, পয়েন্ট টু পয়েন্ট খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও এপ্রিলে ৯.৭২ শতাংশ পয়েন্ট থেকে বেড়ে মে মাসে ৯.৯৬ শতাংশ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিবিএস-এর তথ্যে জানা গেছে, মে মাসে গ্রামীণ এলাকায় সাধারণ মূল্যস্ফীতি এপ্রিলে ৮.৯২ শতাংশ থেকে বেড়ে ৯.৮৫ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া মে মাসে শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি এপ্রিলে ৯.৬৮ শতাংশ পয়েন্ট থেকে বেড়ে ৯.৯৭ শতাংশে দাঁড়িয়েছে।
বিবিএসের তথ্যে দেখা গেছে,  মে মাসে জাতীয় মজুরি সূচকের হার এপ্রিলে ৭.২৩ শতাংশ থেকে ৭.৩২ শতাংশ বেড়েছে।

সূত্র: বাসস

এসবি/