ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১শ’ জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪০ এএম, ৬ জুন ২০২৩ মঙ্গলবার
ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২৭৮ জনের মধ্যে এখনও ১শ’ জনের নাম-পরিচয় শনাক্ত হয়নি।
কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে ভুবেনেশ্বর হাসপাতালের মর্গে রাখা আছে ১৯৩টি মরদেহ। এরমধ্যে ৮০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। এ পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ৫৫ জনের মরদেহ।
এছাড়া দুর্ঘটনায় আহত ১ হাজার ১শ’ জনের মধ্যে ৯শ’ মানুষ এরইমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকি ২শ’ জন ওড়িশার বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এদিকে আজ ভুবনেশ্বরে দুর্ঘটনায় আহতদের দেখতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এএইচ