ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বেলকুচি থানার ওসি আসলাম হোসেনকে প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৭ এএম, ৬ জুন ২০২৩ মঙ্গলবার

সিরাজগঞ্জে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বেলকুচি থানার ওসি আসলাম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তার পদে সিরাজগঞ্জের ডিএসবি ইন্সপেক্টর খায়রুল বাশার যোগদান করবেন বলে জেলা পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল ইসলাম মBgeল জানান, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে বদলি করা হয়েছে। 

জানা যায়, বিভিন্ন সময় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও সাধারণ মানুষ থানায় অভিযোগ দিতে গেলে ওসি আসলাম হোসেন অভিযোগ না নিয়ে উল্টো অভিযোগকারীকে নানাভাবে হয়রানী করতেন বলে অভিযোগ রয়েছে।

গত ১৩ মে আওয়ামী লীগের এমপি মমিন মণ্ডল ও পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘঠে। এর সূত্র ধরে পরবর্তীতে একাধিক হামলার ঘটনা ঘটে।

এসব ঘটনার মামলায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল মোমিন মণ্ডলের পক্ষের সমর্থকদের পক্ষে কাজ করার অভিযোগ তুলে ৪ জুন মানববন্ধন করেন স্থানীয় সরকার জনপ্রতিনিধি ফোরাম। 

এরই প্রেক্ষিতে তীব্র সমালোচনার মুখে সোমবার বেলকুচি থানার ওসি আসলাম হোসেনকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ 
লাইনে বদলি করা হয়।

এএইচ