ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

রুবলের বিপরীতে ডলারের মান বেড়েছে, কমেছে ইউরোর মান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৬ জুন ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৩:৪৮ পিএম, ৬ জুন ২০২৩ মঙ্গলবার

রাশিয়ার মূদ্রা রুবলের বিপরীতে ডলারের মান বেড়েছে, কমেছে ইউরোর মান। 

মঙ্গলবার মস্কো এক্সচেঞ্জে ট্রেডিং শুরুর সময় ডলারের দাম ৩২.৭৫ কোপেক (পয়সা) বেড়ে ৮১.২৮ রুবল হয়েছে।

ইউরোর মান ২৮.২৫ কোপেক কমে দাঁগিয়েছে ৮৬.৫১ রুবল। রুবলের বিপরীতে চীনা ইউয়ানের মান ০.১ কোপেক বেড়ে ১১.৩৭ রুবল হয়েছে।

সূত্র: বাসস

এসবি/