ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সৌদি যুবরাজের সঙ্গে ব্লিংকেনের বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২১ পিএম, ৭ জুন ২০২৩ বুধবার

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মানবাধিকার নিয়ে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন।

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারে তেল সমৃদ্ধ দেশটিতে তিন দিনের সফরে এসে মঙ্গলবার উভয়ের মধ্যে এ আলোচনা হয়।

সফরকালে ব্লিংকেন সুদান ও ইয়েমেনে সংঘাত নিরসনের প্রচেষ্টার ওপরও আলোকপাত করবেন।  

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ব্লিংকেনের খোলামেলা, আন্তরিক আলোচনা হয়েছে যেখানে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক ইস্যুসমূহ স্থান পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানান।

এক ঘন্টার ৪০ মিনিটের বৈঠকে ব্লিংকেন সাধারণ ও নির্দিষ্ট উভয়ক্ষেত্রেই মানবাধিকারের বিষয়টি তুলে ধরেন বলে কর্মকর্তা জানিয়েছেন।

ব্লিংকেন লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দায় মঙ্গলবার সন্ধ্যায় অবতরণ করেন। 

উল্লেখ্য, ব্লিংকেন এমন একটা সময়ে সৌদি আরব সফরে এলেন যখন মধ্যপ্রাচ্যে দৃশ্যমান বেশ কিছু পরিবর্তন ঘটছে। 
চলতি বছরের মার্চে আঞ্চলিক দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুন:প্রতিষ্ঠায় চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের প্রভাব দিন দিন বাড়ার প্রেক্ষাপটেও ব্লিংকেন এ সফরে এলেন।

এএইচ