এন্টি টেররিজম ইউনিট এর উদ্যোগে দিনব্যাপী কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ৭ জুন ২০২৩ বুধবার | আপডেট: ০৯:৩৫ পিএম, ৭ জুন ২০২৩ বুধবার
এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর উদ্যোগে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর মাল্টিপারপাস হল-এ দিনব্যাপী “উগ্রবাদ, জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে আলেম-ওলামা ও তালিবুল ইলমগণের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জনাব এম এম রুহুল আমিন, অ্যাডিশনাল আইজি, এটিইউ এর সভাপতিত্বে উক্ত কর্মশালা উদ্বোধন করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর রেক্টর (অ্যাডিশনাল আইজি) ড. মল্লিক ফখরুল ইসলাম, বিপিএম, পিপিএম।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন এটিইউ’র ডিআইজি (প্রশাসন) জনাব মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম । জনাব মো: মনিরুজ্জামান, বিপিএম-বার, পিপিএম-বার, ডিআইজি (অপারেশন), এটিইউ আলেম-ওলামা ও তালিবুল ইলমগণের উদ্দেশ্যে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আহমদ আবুল কালাম, প্রো-উপাচার্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, জনাব মাওলানা রুহুল আমিন খান উজানভী, প্রিন্সিপাল, জামিয়াতুস সাহাবা মাদ্রাসা, উত্তরা, ঢাকা ও জনাব মাওলানা মাসঊদ আহমেদ, প্রিন্সিপাল, জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা। উক্ত কর্মশালায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার ০৯ টি মাদ্রাসার আলেম-ওলামা ও তালিবুল ইলমগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীগণ জঙ্গিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা প্রতিরোধে আটটি বিষয়ের উপর আলেম-ওলামা ও তালিবুল ইলম সমাজের অধিকতর ভূমিকা এবং এটিইউ কিভাবে আরো বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে সে বিষয়ে মূল্যবান মতামত প্রদান করে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে এটিইউ’র কাউন্টার ন্যারেটিভ ‘ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ’ এবং উগ্রবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী লিফলেট বিতরণ করা হয়। এন্টি টেররিজম ইউনিট এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং উক্ত কর্মশালাটি আয়োজন করে।