লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণালঙ্কার লুট, নিহত ১
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১০:১৪ এএম, ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার
লক্ষ্মীপুর শহরে ককটেল ফাটিয়ে ও আতঙ্ক ছড়িয়ে একটি স্বর্ণকার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময়ে দোকানিকে কুপিয়ে জখম করে ডাকাত দল লুটে নেয় স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা ককটেল উদ্ধার করেছে।
বুধবার (৭ জুন) রাত ৮টা ১০ মিনিটে হঠাৎ আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন চৌধুরী সুপার মার্কেটের ‘আর কে শিল্পালয়’ ককটেল ফাটিয়ে চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে ওই স্বর্ণকার দোকান থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করার ঘটনা ঘটে।
এতে বাধা দেওয়ায় দোকানি অপু কর্মকারকে এলোপাথাড়ি জখম করে ডাকাত দল। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছেলে অমি কর্মকারও আহত হন।
স্থানীয় কলা বিক্রেতা মো. খোকন জানান, হঠাৎ রাত ৮টা ১০ মিনিটে কয়েকজন লোক এসে স্বর্ণকার দোকানে ঢুকে। আর একজন বাইরে দাঁড়িয়ে একটি ব্যাগ থেকে ককটেল ফাটিয়ে চারদিকে আতঙ্ক ছড়িয়ে দেয়। আমি নিজেই ভয়ে একটি দোকানে গিয়ে আশ্রয় নেই। তারা ২ থেকে ৩ মিনিটের মধ্যে দোকানের স্বর্ণালংকার লুটে নেয়। দোকানদারকে কুপিয়ে জখম করে।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, একটি পিকআপভ্যান করে ওই ডাকাত দল পালিয়ে যায়। পিকআপ ভ্যানটি শহরে ইটের পোল এলাকায় গিয়ে ২ ব্যক্তিকে চাপা দেয়। এতে ছবি উল্লাহ (৭৫) ও মো. ইসলাম (৫০) নামে তারা গুরুতর আহত হন। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ছবি উল্লাহকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন। তিনি আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় অপু কর্মকারকে ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অপরাধীদের ধরতে আমরা কাজ করছি।
এএইচ