৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩২ পিএম, ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার
আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন।
নির্বাচন ভবনে সভা শেষে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন। তিনি জানান, এই উপনির্বাচনেও ইভিএমে ভোট হবে।
প্রতিটি কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। মনোনয়ন পত্র দাখিল করা যাবে ৪ জুলাই পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ৬ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১৩ জুলাই।
প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম- ১০ আসন ও ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেয়া যাবে বলেও জানান ইসি সচিব।
এসবি/