ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সয়াবিন তেলের দাম লিটারে কমলো ১০ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১৪ পিএম, ১১ জুন ২০২৩ রবিবার

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা তেল ১৬৭ এবং পাম তেলের দাম কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।  

রোববার সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সপ্তম সভা শেষে এ কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। 

আগামী ১৫ দিনের মধ্যে ভোজ্যতেলের দাম আরও এক দফা কমানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।  

বাণিজ্য সচিব বলেন, সভায় অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে সয়াবিন তেল, পেঁয়াজ, আদা ও রসুন ইত্যাদি। আমদানির অনুমতি দেয়ার পর পেঁয়াজের দাম যেমন কমেছে, আজকের সিদ্ধান্তের পর সয়াবিন তেলের দামও কমবে বলে প্রত্যাশা করেন তিনি।  

এর আগে গত ৪ মে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানো হয়। সে সময় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার ১৯৯ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৭৬ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া খোলা পাম অয়েলের দাম নির্ধারণ করা হয় ১৩৫ টাকা। 

এএইচ