ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

পাকিস্তান-শ্রীলঙ্কার মাটিতে হবে এশিয়া কাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১১ জুন ২০২৩ রবিবার

পাকিস্তানের হাইব্রিড মডেলের এশিয়া কাপের অনুমোদন দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। পাকিস্তানের সঙ্গে সহযোগী আয়োজক থাকবে শ্রীলঙ্কা। নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ভারতের ম্যাচগুলো।

এর আগে ভারতের আপত্তি থাকায় তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব দেয় পাকিস্তান। তবে বাংলাদেশ-ভারতসহ অন্য দেশগুলোর সমর্থন না থাকায় ভেস্তে যায় সেই প্রস্তাব। 

এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে এসিসি। ক্রিকেট বিষয়ক অনলাইন মাধ্যম ক্রিকইনফোর তথ্য অনুসারে, আরব আমিরাত বাদে পাকিস্তানের সঙ্গে সহযোগী আয়োজক থাকবে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ হবে পাকিস্তানে আর ভারত ও ফাইনালসহ টুর্নামেন্টের বাকি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

ভারতীয়  ক্রিকেট দল পাকিস্তান সফরে রাজি না হওয়ায় সমস্যা সমাধানে হাইব্রিড মডেলের প্রস্তাব করা হয়। ভারতীয় দলের অস্বীকৃতিতে আয়োজক হিসেবে এশিয়া কাপের স্বত্ব ধরে রাখতে মডেল উপস্থাপন করে পাকিস্তান।

প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাতকে দ্বিতীয় ভেন্যু হিসেবে প্রস্তাব করেছিল পাকিস্তান। কিন্তু সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের গরম আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।

ছয় জাতির আগামী এশিয়া কাপে একই গ্রুপে খেলবে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত-পাকিস্তান। এই গ্রুপের অন্য দল নেপাল। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ ৫০ ওভারে অনুষ্ঠিত হবে। অন্য গ্রুপে লড়বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

২০২২ আসরের  নিয়ম অনুসারে দুই গ্রুপের সেরা দুই দল সুপার ফোরে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। ফাইনালে উঠলে টুর্নামেন্টে তিনবার দেখা হবে ভারত ও পাকিস্তানের। ১৩ দিনে সর্বমোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এএইচ