ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

১৪ কোটি ১১ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিসিক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১১ জুন ২০২৩ রবিবার

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ১৪ কোটি টাকার অধিক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। ৪ কোটি ১১ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিটি কর্পোরেশন।

রোববার দুপুরে নগর ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিভিন্ন ডিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের ১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯শ ২৯ টাকার চেক হস্তান্তর করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, বিদ্যুৎ উন্নয়ন সিলেটের ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন, ডিভিশন-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার, ডিভিশন-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ ও সহকারি প্রকৌশলী জয়দেব বিশ্বাস।

সিলেট সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক ও পরিবহন শাখার নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আলম বাসস'কে জানান, ২০২৩ সনের মার্চ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভ্যাটসহ বকেয়া ১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯শ ২৯ টাকার চেক আজ রবিবার (১১ জুন) পিডিবি'র কাছে হস্তান্তর করেছে সিসিক। সিসিকের রাজস্ব আয় অর্থাৎ নিজস্ব তহবিল থেকে এ বকেয়া পরিশোধ করা হয়েছে। 

সিসিক কর্মকর্তা আরও জানান, পিডিবি'র দাবি অনুযায়ী উক্ত বকেয়া টাকার লেইট পেমেন্ট সার্চ চার্জ বাবত সিসিকের কাছে চলতি বছরের মার্চ পর্যন্ত আরও প্রায় ৩ কোটি টাকা দাবি করছে পিডিবি। সে টাকা মওকুফ করতে পিডিবি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে সিসিক। এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত  হয়নি। 

এর প্রায় ৬ মাস আগ সিসিক কর্তৃপক্ষ একসাথে আরও প্রায় ৬ কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। উল্লেখ্য, প্রতিমাসে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর মোট বিদ্যুৎ বিল আসে গড়ে প্রায় ৭০ লাখ টাকা।

সূত্র: বাসস

এসবি/