ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

 ভারত থেকে এলো আরও ১০ টন পেঁয়াজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ১৩ জুন ২০২৩ মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। সোমবার  বিকালে পেঁয়াজ বোঝাই একটি ভারতীয় ট্রাক বন্দরে এসে পৌঁছায়। 

আজ মঙ্গলবার সকালে পেঁয়াজগুলো বন্দর থেকে খালাস করে আমদানিকারক প্রতিষ্ঠান।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আতিকুল ইসলাম জানান, বিডিএস কর্পোরেশন নামে ঢাকার একটি প্রতিষ্ঠান আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০০ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছে। প্রথম চালানে একটি ট্রাকে ১০ টন পেঁয়াজ এসেছে। প্রতিটন পেঁয়াজের আমদানি মূল্য ২৫০ মার্কিন ডলার। 

ধাপে ধাপে এলসির বাকি পেঁয়াজ বন্দরে এসে পৌঁছাবে বলে জানান তিনি।

এদিকে, পেঁয়াজ আমদানির মাধ্যেমে প্রায় ৩ মাস পর আবারও সচল হলো আখাউড়া স্থলবন্দরের পণ্য আমদানি বাণিজ্য। সর্বশেষ গত মার্চের প্রথম সপ্তাহে ভারত থেকে ৩৮ টন ভাঙা পাথর আমদানি হয়েছিল।

এএইচ