কলকাতা উপহাইকমিশনের প্রথম সচিব রঞ্জন সেনের মেয়াদ বাড়ল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৭ এএম, ১৩ জুন ২০২৩ মঙ্গলবার | আপডেট: ১১:৪৯ এএম, ১৩ জুন ২০২৩ মঙ্গলবার
ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাই- কমিশনের প্রথম সচিব (প্রেস) পদে আরো এক বছর দায়িত্ব পালন করবেন সাংবাদিক রঞ্জন সেন।
গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রঞ্জন সেন ২০২১ সালের সেপ্টেম্বর উপহাইকিশনে যোগদান করেন।
তার দুই বছর মেয়াদি চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গতকাল সোমবার শেষ হয়। বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ১৩ জুন বা যোগদানের তারিখ থেকে তার এ নতুন নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এসবি/