কাশ্মীরে ভূমিকম্প, ১০ সেকেন্ড ধরে কাঁপলো ভারত-পাকিস্তান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১৩ জুন ২০২৩ মঙ্গলবার
মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ, জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের একটা বড় অংশ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার গান্দোহ ভালেসা গ্রামের কাছে একটি ৫.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পে কেঁপে উঠেছে প্রতিবেশি দেশ পাকিস্তানের লাহো, ইসলামাবাদ ও পেশোয়ারও।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার গান্দোহ ভালেসা গ্রামের কাছে একটি ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসি (EMSC)-র তথ্য অনুসারে, অবশ্য রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭।
সংস্থাটি জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল এই ভূমিকম্পের উৎস। ভারতের রাজধানী দিল্লি ও এর পাশাপাশি, পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশসহ উত্তর ভারতের বহু রাজ্যেই জোরালো থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে।
কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ারেও।
এসবি/