শান্তর সেঞ্চুরি জয়ের ফিফটিতে এগিয়ে চলছে বাংলাদেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২১ পিএম, ১৪ জুন ২০২৩ বুধবার | আপডেট: ০২:২৩ পিএম, ১৪ জুন ২০২৩ বুধবার
নাজমুল হোসেন শান্তর অপ্রতিরোধ্য সেঞ্চুরি এবং মাহমুদুল হাসান জয়ের হাফসেঞ্চুরিতে এগিয়ে চলছে বাংলাদেশ। ঢাকা টেস্টে টস হেরে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই জাকির হোসেনকে হারায় বাংলাদেশ।
দ্বিতীয় ওভারে মাত্র ১ রানে বিদায় নেন জাকির। আফগানিস্তানের হয়ে অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেটে পেয়েছেন নিজাত মাসুদ।
এরপর দ্বিতীয় উইকেট জুটিতে মাহমুদুল হাসান জয়কে নিয়ে কোনো বিপদ ছাড়াই প্রথম সেশন পার করে নাজমুল হোসন শান্ত। মধাহ্ন বিরতি থেকে ফিরেই টেস্টে নিজের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন জয়।
আর অনেকটা ওয়ানডে ধরনে খেলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান শান্ত।
৪২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২০৮ রান। দুজনের দ্বিতীয় উইকেটে জুটিতে এসেছে ২০২ রান। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের তৃতীয় দুইশ’ ছোঁয়া জুটি এটি। আর মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।
২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় জুটি ২৩২ রান করেছিলেন শামসুর রহমান ও ইমরুল কায়েস।
এএইচ