ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নেমেই অলআউট বাংলাদেশ, ধুঁকছে আফগানরাও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১ পিএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ১২:১১ পিএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আফগানদের। 

দলীয় ১৮ রানে ওপেনার ইব্রাহিম যাদরানের উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। দলীয় ২৪ রানে আরেক উইকেটের পতন সফরকারীদের। এবাদতের বলে ক্যাচ আউট হয়ে ফিরেন আব্দুল মালিক। 

৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৪ রান তুলেছে আফগানিস্তান। উইকেটে আছেন হাশমতউল্লাহ শাহিদি এবং রহমত শাহ। এখনও প্রথম ইনিংসে ৩৫৮ রানে পিছিয়ে আছে সফরকারীরা। 

এরআগে, ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। সব উইকেট হারিয়ে স্বাগতিকরা গুটিয়ে যায় ৩৮২ রানেই। ২০ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা।

দিন শেষে মুশফিকুর রহিম ৪১ ও মেহেদি হাসান মিরাজ ৪৩ রানে অপরাজিত ছিলেন।  আজ দ্বিতীয় দিনে নেমে মুশফিক ৪৭ ও মিরাজ ৪৮ রানে আউট হন। এছাড়াও তাসকিন আহমেদ ২, তাইজুল ০, শরিফুল ইসলাম ৬ রানে আউট হন।

এর আগে প্রথমদিন ১৪৬ রান করেন নাজমুল হোসেন শান্ত, ৭৬ রান করেন মাহমুদুল হাসান জয়। 

আফগান অভিষিক্ত পেসার নিজাত মাসুদ একাই নেন ৫ উইকেট।

এএইচ