প্রখ্যাত নাট্যকার ও পরিচালক আহমেদ ইউসুফ সাবের মারা গেছেন
ঢাকা
প্রকাশিত : ১২:৩১ এএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার
প্রখ্যাত গীতিকবি, বিজ্ঞাপন চিত্র নির্মাতা, নাট্যকার,পরিচালক ও প্রযোজক, টেলিপ্যাব'র সাবেক সহ সভাপতি জনাব আহমেদ ইউসুফ সাবের আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিয়ুন)।
আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ধানমন্ডিস্হ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। আগামীকাল বাদ জুমআ ধানমন্ডি ৯এ (পার্টি সেন্টারের পাশে) খানকায়ে সিরাজীয়া মসজিদে জানাযা অনুষ্ঠিত হবে।