ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫ এএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে। 

পরীক্ষায় অংশ নিতে ইতোমধ্যেই ভর্তিচ্ছুদের কেন্দ্রে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। ভেতরে প্রবেশ করার জন্য পুরুষ ও নারী আলাদা দুটি সারিতে চলছে তল্লাশি কার্যক্রম। কেন্দ্রের মূল অংশে শুধুমাত্র ভর্তিচ্ছুরা বা পরীক্ষার্থী যারা রয়েছেন তারাই প্রবেশ করতে পারছেন। 

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় রেখে শিক্ষার্থীদের কেন্দ্রের প্রবেশ করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কোনো পরীক্ষার্থী যেন আচরণবিধির লঙ্ঘন করতে না পারেন সেদিকে কঠোর নজরদারি রয়েছে। 

সাত কলেজের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ বছর আবেদন জমা পড়েছে ১ লাখ ১ হাজার ২৯ টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৩৮ হাজার ৪৯৫ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ ৩৭ হাজার ২৮২ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২৫ হাজার ২৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

এমএম//