বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩
শান্তর সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২১ পিএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার
ঢাকা টেস্টের শুরু থেকেই ব্যাটে-বলে আধিপত্য বিস্তার করে খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনেও অব্যাহত এ যাত্রা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। তার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে চালকের আসনে টাইগাররা।
নিজেদের প্রথম ইনিংসে ৩৮২ রানে অল আউট হওয়া বাংলাদেশের লাঞ্চ বিরতি পর্যন্ত সংগ্রহ দুই উইকেটে ২৫৫ রান। এর আগে ১৪৬ রানে থেমেছে আফগানিস্তানের ইনিংস। টাইগারদের লিড ৪৯১ রান।
এক উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগেরদিন যেখানে থেমেছিলেন, সেখান থেকেই আপন ছন্দে এগোতে থাকেন দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান।
প্রথম ঘণ্টা নির্বিঘ্নেই পার করেন শান্ত ও জাকির। তবে এরপরই ছন্দপতন। ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন জাকির, যার মাধ্যমে ভাঙে শান্তর সঙ্গে তার ১৭৩ রানের জুটি। এ ওপেনার ফেরেন ৭১ রানে।
সঙ্গীকে হারালেও থামেনি শান্তর ব্যাট। ১১৫ বলে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। যে পথে হাঁকান ১৩টি চার। এর মাধ্যমে মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির বিরল রেকর্ডেও নাম লিখিয়েছেন এ ব্যাটার।
শান্তর আগে বিরল এই কীর্তি গড়েছিলেন মুমিনুল হক। তার কীর্তি গড়ার সময় অপর প্রান্তে ছিলেন মুমিনুলই। এ দুই ব্যাটার যথাক্রমে ১১২ ও ৪৩ রানে অপরাজিত আছেন।
এমএম//