ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

গভীর রাতে ঘরে আগুন, শিশুসহ ৪ জন দগ্ধ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৭ জুন ২০২৩ শনিবার

মোংলায় গভীররাতে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত স্বামী-স্ত্রীসহ তাদের দুই শিশু সন্তান অগ্নিদগ্ধ হয়েছেন। 

শুক্রবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের জয়নালের বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। 

দগ্ধরা হলেন দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে জয়নাল খান (৩৮), তার স্ত্রী কাকলী বেগম (২৮), ছেলে জিহাদুল ইসলাম (৩) ও মেয়ে বৃষ্টি আক্তার (১৮ মাস)। দগ্ধদের গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যালে নেওয়া হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, শুক্রবার গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট থেকে লাগা আগুনে দগ্ধদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ স্বামী-স্ত্রীসহ তাদের সন্তানদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে পাঠান। 

এতে সব মিলিয়ে ২০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ইউপি সদস্য। 

এদিকে, এ ঘটনায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসে ফোন করা হলেও কেউ ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ উঠেছে। তবে মোংলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত ডিউটিম্যান জাহিদ হাসান দাবি করেন, আগুনের ঘটনা শুনে রাত ৩টা ১৫ মিনিটে আমরা রওনা হই। তবে আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে, পথিমধ্যে এ খবর শুনে আমরা ফিরে আসি।

এএইচ