ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বরগুনায় সেমিনার

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার

‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কনফারেন্স রুমে অধ্যক্ষ দ্বীন ইসলাম খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার নির্বাহী অফিসার কাওছার হোসেন। 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রকল্প পরিচালক সবুজ আলম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সঞ্জীব দাস, কমিউনিটি রেডিও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল প্রমুখ। 

সেমিনারে সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্টেক্টর রুবেল সরদার।

এএইচ