ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

শিক্ষকের পিটুনিতে আহত শিক্ষার্থী

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:২১ এএম, ১৯ জুন ২০২৩ সোমবার | আপডেট: ১১:১০ এএম, ১৯ জুন ২০২৩ সোমবার

যশোরের শার্শায় ক্লাসে পড়া না পারায় হাবিবুর রহমান শেখ নামে ৫ম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 

রোববার শার্শা উপজেলার সেতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষকের পিটুনিতে অসুস্থ হয়ে পড়ায় ছাত্র হাবিবুর রহমান শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রের অভিভাবক।

ছাত্রের দাদা আলী আহম্মাদ জানান, সকালে বিদ্যালয়ের গণিত শিক্ষক সেলিম বিশ্বাস ক্লাস নিচ্ছিলেন। এ সময় পড়া না পারায় হাবিবুর রহমানকে দুই হাতে বেত দিয়ে আঘাত করেন তিনি। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর বাড়ি নিয়ে যাওয়া হয়।

স্কুলের সভাপতি জাহাঙ্গীর কবির জানান, বিষয়টা আমি শুনেছি। তবে আপনারা যে ভাবে বলছেন এতো মারধর করা হয়নি। 

এ বিষয়ে গণিত শিক্ষক সেলিম বিশ্বাসের মোবাইলে‪ ফোন করা হলে তিনি রিসিভ করেননি।‬‬

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার উপর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এএইচ