ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

৭ দফা দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত সড়ক অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৪:৩৬ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার

৭ দফা দাবিতে নীলক্ষেত সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে-  ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে সাত কলেজের শিক্ষার্থীদের হয়রানির ব্যাখ্যা দিতে হবে ও হয়রানি বন্ধ করতে হবে; পরের বছরের ক্লাস, ইন-কোর্স এবং টেস্ট পরীক্ষায় অংশগ্রহণের পর যেসকল শিক্ষার্থী জানতে পেরেছেন যে তারা নন-প্রমোটেড, তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে; বিলম্বে ফলাফল প্রকাশের কারণ এবং সমস্যা সমাধানের জন্য গৃহীত পদক্ষেপগুলো ব্যাখ্যা করতে হবে; পরীক্ষার সর্বোচ্চ তিন মাসের মধ্যে (৯০ দিন) ফলাফল প্রকাশ করতে হবে।

কেআই//