রাজশাহী ও সিলেট সিটিতে ভোটগ্রহণ চলছে
প্রতিনিধিদের খবর
প্রকাশিত : ০৮:৩৫ এএম, ২১ জুন ২০২৩ বুধবার | আপডেট: ০৯:৪৬ এএম, ২১ জুন ২০২৩ বুধবার
উৎসবমুখর পরিবেশে রাজশাহী ও সিলেট এই দুই সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে নেয়া হয়েছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা।
বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। ভোটারদের সুবিধার জন্য ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটিও।
সিলেট সিটিতে মেয়র পদে আটজন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯৪ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান মেয়র প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম।
১৯০টি ভোটকেন্দ্রের এক হাজার ৩৬৭টি কক্ষে ৪ লাখ ৪৭ হাজার ৭৫৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
অন্যদিকে, রাজশাহী সিটিতে মেয়র পদে চারজন, ৩০টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১১ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন ও জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন।
এ সিটিতে ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ১৪৮টি। এক হাজার ১৫৩টি ভোটকক্ষে ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এক হাজার ৪৬৩টি সিসি ক্যামেরা দিয়ে রাজশাহী এবং এক হাজার ৭৪৭টি সিসি ক্যামেরা দিয়ে সিলেট সিটির ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।
এএইচ