ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

উৎসবমুখর পরিবেশে বাসাইল পৌরসভায় ভোটগ্রহণ চলছে

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪২ এএম, ২১ জুন ২০২৩ বুধবার

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে। 

বুধবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। এরআগে অবাধ, নিরপেক্ষ ও নির্বাচন সুষ্ঠ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করে জেলা নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, কৃষক শ্রমিক জনতালীগ সমর্থিত গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু ও নারিকেল গাছ প্রতীকে বিএনপির বহিষ্কৃত নেতা এনামুল করিম অটল। 

মেয়র পদে তিনজন ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১০ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

তিনি আরও জানান, টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্রের ৫৩টি কক্ষে ভোটগ্রহণ চলছে। এতে মোট ১৮ হাজার ৪৩৭ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৯ হাজার ৫৩০ জন। 

এএইচ