ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

উঠানে খেলছিল সহোদর দুই শিশু, বজ্রপাতে মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২১ জুন ২০২৩ বুধবার

নওগাঁয় বাড়ির উঠানে খেলা করার সময় বজ্রপাতে সামিউল ইসলাম (১০) ও রিফাত হোসেন (৩) নামে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরের দিকে রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

রানীনগর থানার অফিসার্স ইনচার্জ তদন্ত সেলিম রেজা জানিয়েছেন, বজ্রপাতে মৃত্যুর শিকার দুই শিশু হচ্ছ লাভলু ফকিরের ছেলে সামিউল ইসলাম (১০) এবং রিফাত হোসেন (৩)। এই ঘটনায় ওই গ্রামে শেকের ছায়া নেমে এসেছে।

গ্রামবাসীরা জানান, বৃষ্টিপাতের পাশাপাশি এলাকায় মেঘের গর্জন হচ্ছিল। এসময় দুই বাড়ীর উঠানে ভাই খেলছিল দুই সহোদর। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। দুই সহোদরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রানীনগর থানার অফিসার্স ইনচার্জ তদন্ত সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। সরকারিভাবে ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

এএইচ