ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

সিলেট সিটিতে বড় বিজয়ের পথে আনোয়ারুজ্জামান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ২১ জুন ২০২৩ বুধবার

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বড় জয়ের পথে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। ভোটগ্রহণ শেষে এ পর্যন্ত পাওয়া ফলাফল এমন ইঙ্গিত দিচ্ছে। সিসিক নির্বাচনের ১৯০টি ভোট কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১১০টি কেন্দ্রের ফলাফল জানা গেছে।

প্রাথমিকভাবে পাওয়া ১১০ কেন্দ্রের ফলাফলে দেখা গেছে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ৬৬ হাজার ২৫৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ২৫ হাজার ৯৫০ ভোট। বেসরকারি সূত্রে বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে।

সিলেটে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন। তারা হলেন- আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া, আব্দুল হানিফ কুটু, মোশতাক আহমদ রউফ মোস্তফা, বিএনপি থেকে বহিষ্কৃত ছালাহ উদ্দিন রিমন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুর রহমান।

যদিও গত ১২ জুন নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন মাহমুদুর রহমান। তার সড়ে দাঁড়ানোতে এবার আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আগে থেকে ধারণা করা হচ্ছিল।

আজ বুধবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ভোট নেওয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।

নির্বাচন নিয়ে তৎপর ছিল নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন অফিসে বসে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করা হয়।

সিসিক এই নির্বাচনে ১৯০টি কেন্দ্রের সবকটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়। ৪২টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এই সিটিতে মোট ভোটার চার লাখ ৮৭ হাজার ৭৫৩। তাদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৪ হাজার ২৩৬ জন, নারী ভোটার দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন হিজড়া ভোটার।

কেআই//