ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

অবকাশকালীন বিচারকার্যে রয়েছে হাইকোর্টে ৮ বেঞ্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার

আজ বৃহস্পতিবার ২২ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত ঈদুল আযহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টে অবকাশ মিলিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময়ের মধ্যে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ৮টি অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত এসব বেঞ্চের বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

এদিকে ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৭ জুন দেশের আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সুপ্রিমকোর্ট প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে।

সূত্র: বাসস

এসবি/