ঈদের পর চিনির দাম বাড়তে পারে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৯ পিএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার
ঈদের পর চিনির দাম বাড়তে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, কোরবানির ঈদের আগে চিনির দাম বাড়ানো যাবে না। ঈদের পরে চিনি ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণ করা হবে।
সচিবালয়ে এক সভায় তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়ায় আমদানি খরচ বাড়ছে। ফলে ঈদের পর চিনির দাম কিছুটা বাড়তে পারে।
চিনির বাজার সহনশীল রাখতে আমদানির উপর ভ্যাট কমানোর বিষটি নিয়ে ভাবা হচ্ছে। তবে ঈদের আগে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। অতিরিক্ত দামে চিনি বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির দাম বিষয়ে অ্যাসেসমেন্ট আছে। সে অনুযায়ী ভোক্তা অধিকারকে বাজার মনিটরিং করতে হবে। ট্যারিফ কমিশনের সুপারিশের চেয়ে যাতে কোম্পানিগুলো বেশি দাম না নেয়, সেটা নিশ্চিত করতে হবে।
এসবি/