ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

আচার মনে করে তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২১ পিএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে বৃহস্পতিবার দুপুরে খেলার ছলে তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

তারা হলো উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৫) ও একই গ্রামের কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। আচার মনে করে তারা বিষ খেয়ে ফেলে বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

 অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বারপাকিয়া গ্রামের নিজ বাড়িতে দুই শিশু খেলা করছিলো। খেলার এক ফাঁকে ঘরের খাটের নীচে তেলাপোকার মারার ঔষধের প্যাকেটকে আচারের  প্যাকেট মনে করে খেয়ে ফেলে তারা। টের পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশুর মৃত্যু হয়। অপর শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এসবি/