ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২ এএম, ২৪ জুন ২০২৩ শনিবার | আপডেট: ০৮:৩৩ এএম, ২৪ জুন ২০২৩ শনিবার

আসামের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। রাজ্যের ২২টি জেলার প্রায় পাঁচ লাখ মানুষ বন্যায় সরাসরিভাবে ক্ষতির শিকার হয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, দুই লাখ ৬০ হাজার গৃহহীন মানুষকে উদ্ধার করে বিভিন্ন ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। পানি বাড়ার কারণে সকল দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। 

এখন পর্যন্ত ১০টি বাঁধ, ৯২টি রাস্তা ও তিনটি সেতু ডুবে গেছে। এছাড়া, বিভিন্ন জেলার প্রায় এক হাজার পাঁচশ’ হেক্টর জমি তলিয়ে গেছে। 

ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে বইছে। নিমতিঘাট এবং জোরহাটে রেড এলার্ট জারি করে রাখা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে ৮৩টি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। এছাড়া মহাসড়ক, নদী সংলগ্ন উঁচু বাঁধ এবং রেললাইনে অস্থায়ী শিবির বানিয়ে আশ্রয় নিয়েছেন দুর্গত মানুষ।

রাজ্য প্রশাসন জানিয়েছে, ১,৩৬৬টি গ্রাম সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে গেছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, মানস, ধুবরী, বেকিসহ বেশ কয়েকটি নদীর পানি। 

এএইচ