ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন লিওনেল মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫ এএম, ২৪ জুন ২০২৩ শনিবার

বিশ্বজয়ের পর লিওনেল মেসির প্রথম জন্মদিন আজ। ৩৭ বছর বয়সে পা রাখলেন আর্জেন্টাইন অধিনায়ক।

গেল বছর আলবিসেলেস্তেদের ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে নিজের ক্যারিয়ারে ১৬কলা পূর্ণ করেন লিও। তাই এই জন্মদিনটা বাকিগুলোর থেকে আলাদাই মেসির জন্য। 

সোসাল মিডিয়ার ভক্ত, সতীর্থ থেকে শুরু করে সকল ক্রীড়া অনুরাগিদের শুভেচ্ছায় ভাসছেন আর্জেন্টাইন মহাতারকা। 

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার মূল দলের জার্সি গায়ে জড়ান ফুটবলের এই ক্ষুদে যাদুকর। সেখানে দেড়যুগে ক্লাবের হয়ে সবকিছুই জিতেছেন মেসি। করেছেন ৮শ’র বেশি গোল। 

তবে সেই বার্সেলোনা থেকে প্যারিসে যোগ দেয়ার পরে জাতীয় দলের হয়ে সাফল্যের দেখা পান লিও। কোপা আমেরিকার পর সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপও জেতেন মেসি।

এএইচ