ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কমতে শুরু করেছে নদীর পানি, কমেনি দুর্ভোগ 

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ০২:১২ পিএম, ২৪ জুন ২০২৩ শনিবার

কুড়িগ্রাম ও সুনামগঞ্জের বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে। তবে দুর্ভোগ কমেনি হাওরাঞ্চলের মানুষের।

কুড়িগ্রামে নদীর পানি কিছুটা কমলেও এখনও গ্রামীণ বিভিন্ন সড়ক তলিয়ে থাকায় যোগাযোগ ব্যাহত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডে বলছে, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার তিস্তাসহ সবকটি নদ-নদীর পানি কমছে। 

তবে ফসল তলিয়ে থাকায় তা পুরোপুরি নষ্ট হওয়ার আশংকা করছেন কৃষক। 

সুনামগঞ্জে কমেছে টানা ভারী বৃষ্টিপাত। ফলে কমতে শুরু করেছে সুরমা, কুশিয়ারাসহ সবকটি নদ-নদীর পানি। 

পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি কমলেও মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড়ি ঢলে আবারও বাড়তে পারে নদীর পানি। 

এএইচ