ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

লবণের দাম বাড়ায় বিপাকে চামড়া ব্যবসায়ীরা (ভিডিও)

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৬ জুন ২০২৩ সোমবার

চামড়ার দাম কমলেও বেড়েছে লবণের দাম। বিপাকে চামড়া ব্যবসায়ীরা। কোরবানির পশুর চামড়া কিনে লোকসানের শঙ্কায় তারা। 

দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথ। কোরবানির ঈদ ঘিরে ধোয়ামোছাসহ আড়তগুলোকে প্রস্তুত রেখেছেন আড়তদার ও শ্রমিক-কর্মচারীরা। 

গত দুই মৌসুমে নগদে বেচাকেনা হলেও ঢাকার ট্যানারি মালিকদের কাছে এখনও বকেয়া প্রায় ৭০ কোটি টাকা। তারপরও ধারদেনা করে চামড়া কিনতে প্রস্তুত পুঁজি হারানো অনেকেই। তবে শেষ সময়ে চামড়া সংরক্ষণের প্রধান অনুষঙ্গ লবণের অস্বাভাবিক দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা।

আড়তদার ও ব্যবসায়ীরা জানান, লবণের দাম বেশি হওয়ার কারণে এবছর ক্ষতির আশঙ্কা করছি। গতবছর দর ছিল ৭০০-৭৫০, এবার চলছে ১২০০-১২৫০ টাকা। ২০১৪ সাল থেকে ঢাকার ট্যানারি মালিকরা চামড়া নিয়ে গেছে, কেউ টাকা দেয়নি। এবার আশা করছি, ৫ থেকে ৬ লাখ গরুর চামড়া এবং ৮-১০ লাখ ছাগলের চামড়া আমদানি হবে।

চামড়া পাচাররোধে ভ্রাম্যমাণ আদালতসহ কঠোর নজরদারি করবে প্রশাসন।

নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভুইয়া বলেন, “চামড়া পাচারের বিষয়ে আমরা কঠোর নজরদারি রাখা হবে। মোবাইল কোর্ট থেকে শুরু করে সকল ধরনের পুলিশী টহল থাকবে।”

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট। লবণের দাম বাড়ায় হতাশ এখানকার ছোট-বড় ৩ শতাধিক আড়তদারসহ মৌসুমী ব্যবসায়ীরা। 

ব্যবসায়ীরা জানান, চামড়া থেকে লবণের দাম বেশি। ছোট চামড়ায় ৫ কেজি ও বড় চামড়ায় ১০ কেজি লবণ লাগে। লবণের এতো পরিমাণ দাম হয়েছে যে চামড়া বাঁচানো দায় হয়ে যাচ্ছে।

ক্ষতি পুষিয়ে নিতে সহজ শর্তে ঋণ দাবি ব্যবসায়ীদের।

যশোর লবণ আড়তদার ইমরান হাসান পাপ্পু বলেন, “কোরবানী আসলেই কক্সবাজারের সিন্ডিকেটরা লবণের দাম বাড়িয়ে দেয়।”

বৃহত্তর যশোর চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুল বলেন, “এবছর যে গরম তাতে যদি কাঁচা চামড়া সংরক্ষণ করতে হয় সেক্ষেত্রে সময় মতো লবণ দিতে হবে।”

পাচাররোধ ও যথাযথ প্রক্রিয়ায় চামড়া সংরক্ষণের পরামর্শ নিয়ে প্রস্তুত প্রশাসন।

যশোর জেলা প্রশাসক তুমিজুল ইসলাম খুন বলেন, “পশুর হাটেই যাতে লবণ কেনাবেচার ব্যবস্থা থাকে, সেটির ব্যবস্থা করা হবে।”

লবণের দাম বাড়ার পেছনে দায়ী ব্যবসায়ীদের সিন্ডিকেট দমনের দাবি সবার। 

এএইচ