কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৬ জুন ২০২৩ সোমবার
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতি ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট এবং প্রস্ত দুই ফুট।
রোববার (২৫ জুন) বিকাল ৫টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ফ্রাই মার্কেট সংলগ্ন ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, ধারণা করা হচ্ছে, গভীর সাগরে ডলফিনটি দুই থেকে তিনদিন আগে মারা গেছে। কিভাবে প্রাণীটি মারা গেছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এটির পেট এবং পিটে আঘাতে চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা ডলফিনটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে আমরা বন বিভাগকে খবর দেই।
ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। সম্ভব হলে এর স্যাম্পল সংগ্রহ করে পরিক্ষা নিরীক্ষা করবো।
মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটির নমুনা সংগ্রহ করা হবে এবং পরে প্রাণীটিকে মাটি চাপা দেওয়া হবে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্য মতে, চলতি বছরে আজকেসহ মোট ৪টি ইরাবতী, একটি নতুন প্রজাতির এবং ২২ সালে ১৯টি মৃত ও জীবিত ডলফিন ভেসে আসে কুয়াকাটা সৈকতে।
এএইচ