ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

শার্শায় পথচারীর লাথিতে ব্রীজের পাহারাদার নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২৭ জুন ২০২৩ মঙ্গলবার

যশোরের শার্শায় মেরামত করা ব্রীজের উপর দিয়ে পারাপার হওয়া নিয়ে মোটর সাইকেল চালকের লাথিতে জয়নাল মোড়ল (৫০) নামে ব্রীজের এক পাহারাদারের মৃত্যু হয়েছে। 

নিহত জয়নাল মোড়ল যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের মৃত আবুল মোড়লের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, সোমবার রাতে জয়নাল শার্শার মহিষাকুড়া নামক স্থানের একটি নির্মাণাধীন ব্রীজের পাহারা দিচ্ছিল। এ সময় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মোহাম্মদ ইমানুরের ছেলে শামীম হোসেন (৩২) ব্রিজের উপর দিয়ে মোটর সাইকেল নিয়ে যেতে চাইলে জয়নাল বাধা দেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে শামীম জয়নালকে লাথি দিলে জয়নাল ব্রিজের নিচে পড়ে গুরুতর আহত হয়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার সকালে নড়াইলে মারা যায় সে। 

শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, শামিম হোসেন নামের এক যুবকের লাথির আঘাতে ওই পাহারাদারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএম//