ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

`অনুশীলনের চেয়ে যোগব্যায়াম প্রয়োগকারী গুরুত্বপূর্ণ`

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৮ জুন ২০২৩ বুধবার

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন, অনুশীলনের চেয়ে যোগব্যায়াম প্রয়োগের দিকে যাওয়া গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তাটি নিয়ে এসেছে তা হলো আমরা যোগব্যায়াম থেকে যা শিখি আমাদের তা প্রয়োগ করতে হবে। গতকাল বুধবার এই কথা বলেন তিনি। 

অ্যাডামস বলেন, আমাদের জন্য অনুশীলনকারীদের চেয়ে প্রয়োগকারী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা যোগব্যায়াম অনুশীলন করি, কিন্তু আমরা আমাদের জীবনে যোগব্যায়াম থেকে যা পাই তা প্রয়োগ করি। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী মোদি এই বার্তা নিয়েই এসেছেন। এটি কার্যকর হচ্ছে। যোগব্যায়াম থেকে আমরা যা শিখি আমাদের অবশ্যই তা কার্যকর করতে হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার নবম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে যোগ দিবস অনুষ্ঠানের নেতৃত্ব দেন। ভিডিওতে দেখা যায়, ইউএন সদর দপ্তর প্রাঙ্গণে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মোদী যোগব্যায়াম করছেন।

যোগব্যায়ামের অধিবেশনের নেতৃত্ব দেওয়ার আগে মোদি বলেন, যোগব্যায়াম ভারতের খুব পুরোনো একটি ঐতিহ্য, যা কপিরাইট, পেটেন্ট এবং রয়্যালটি পেমেন্ট থেকে সম্পূর্ণ মুক্ত।

এ সময় তিনি ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’-এর লক্ষ্য অর্জনে জনগণকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান।

যোগব্যায়ামের ওই বিশেষ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, এই চমৎকার সকালে, আমরা এখানে সমগ্র মানবতার বৈঠক স্থলে জাতিসংঘে জড়ো হয়েছি। এই বিস্ময়কর নিউইয়র্ক শহরে। আমি জানি অনেক দূর থেকে অনেক মানুষ এসেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই। আমাকে বলা হয়েছে, এখানে আজ প্রায় প্রতিটি জাতীয়তার প্রতিনিধিত্ব রয়েছে। যোগ মানে একত্রিত হওয়া, তাই আপনাদের একত্রিত হওয়াও যোগের অন্য এক রূপের প্রকাশ।

তিনি আরও বলেন, আমার মনে আছে ৯ বছর আগে, ঠিক এখানেই ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তাব করার সম্মান পেয়েছিলাম আমি।

সূত্র: এএনআই
এমএম//