ঈদের দিনও সুদানে সংঘর্ষ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৮ জুন ২০২৩ বুধবার
ঈদুল আজহা উপলক্ষে সুদানে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ঈদের দিনও হামলা-পাল্টা হামলা হয়েছে আফ্রিকার দেশটিতে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সুদানে সেনাবাহিনী ও প্যারা মিলিটারি বাহিনীর মধ্যে সংঘর্ষ ৭০ দিনে গড়িয়েছে। সুদানের জনগণের জন্য এবারের ঈদ অন্য যেকোনো সময়ের তুলনায় ভিন্ন।
রাজধানী খার্তুমের বাসিন্দারা বুধবার সকালে ভারী বন্দুকের আওয়াজ শুনেছেন। একইসঙ্গে তারা আর্টিলারি এবং বিমান হামলার শব্দও শুনেছেন।
এমএম//