ডিএসসিসি’র ৫টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২১ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২৩ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫টি ওয়ার্ড থেকে প্রথম দিনের কোরবানির শতভাগ পশু বর্জ্য অপসারণ করা হয়েছে।
শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা ওয়ার্ডগুলো হলো- ১০(১ম), ৫৩(২য়), ৩৮(৩য়), ৪১, ৩৭ নম্বর ওয়ার্ড।
দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বাসসকে জানান, কোরবানীর বর্জ্য অপসারনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ হাজার ৩০০ জন পরিচ্ছন্ন কর্মী, ৭৫টি ওয়ার্ডে নিয়োজিত প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের ৩ হাজার কর্মী এবং পশুর হাটের জন্য ৬৩০ জন বাহিরের শ্রমিকসহ সর্বমোট প্রায় ৮ হাজার ৯৩০ জন পরিচ্ছন্ন কর্মী পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত রয়েছে।
কোথাও বর্জ্য পড়ে থাকতে দেখলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বর ফোন করে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: বাসস
এসবি/