সিলেট অঞ্চলে নদ-নদীর পানি বাড়ছেই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৩১ পিএম, ৩ জুলাই ২০২৩ সোমবার
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও সিলেটে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। নেত্রকোনায়ও বাড়ছে নদীর পানি। এদিকে, সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনার ভাঙন অব্যাহত।
বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জ জেলার যাদুকাটা, চেলা, সুরমাসহ সবকটি নদনদীর পানি বাড়ছে। সুরমার পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে হাওরের পানিও।
তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার ও মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হয়েছে রাস্তাঘাট। ব্যাহত হচ্ছে যোগাযোগ।
এদিকে, সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট, জামাইপাড়া, নতুনপাড়া, কালিবাড়ি, আরপিননগরসহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
কয়েকদিনের টানা বৃষ্টিতে নেত্রকোণায় কংস, সোমেশ্বরী, ধনু এবং উব্ধাখালি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কলমাকান্দায় উব্ধাখালি নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পোগলা ইউনিয়নের অন্তত ১১টি গ্রামে ঢুকেছে বন্যার পানি।
সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও প্রচন্ড স্রোতে শাহজাদপুরের খুকনী, জালালপুর ও কৈজুরী ইউনিয়নে ভাঙন শুরু হয়েছে। এনায়েতপুর থেকে মোনাকষা পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার জুড়ে দীর্ঘদিন ধরে চলা ভাঙনে বিপর্যস্ত বাসিন্দারা।
৬৪৭ কোটি টাকার তীররক্ষা প্রকল্পের কাজ চলমান থাকলেও থেমে নেই ভাঙন।
এসবি/