ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার

মাদারীপুরের কালকিনিতে নানাবাড়িতে বেড়াতে এসে পালরদী নদীতে ডুবে তামীম (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

কালকিনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় পালরদী নদী হতে তার মরদেহ উদ্ধার করে।

নিহত তামীম ঘরামী ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের প্রবাসী মোঃ হেলাল ঘরামীর ছেলে।

জানা যায়,তামীম তিনদিন আগে কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের ঝুরগাঁও এলাকায় তার নানাবাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে তার খালার সঙ্গে নিকটবর্তী পালরদী নদীতে গোসল করতে যায় সে। এসময় সে আনন্দে আত্মহারা হয়ে নদীতে ঝাপ দিতে গিয়ে গভীর পানিতে ডুবে যায়।

পরবর্তীতে কালকিনি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ তামীমকে না পেয়ে পুনরায় মঙ্গলবার সকালে অভিযান চালায়।

পরে আজ সকাল সাড়ে এগারোটায় ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে অবদা নামক স্থান হতে মৃত তামীমকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

এএইচ